ওমিক্রন সংক্রমণে কী উপসর্গ দেখা দিচ্ছে?‌

author-image
Harmeet
New Update
ওমিক্রন সংক্রমণে কী উপসর্গ দেখা দিচ্ছে?‌

নিজস্ব সংবাদদাতাঃ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন প্রজাতি ওমিক্রণ। দক্ষিণ আফ্রিকায় প্রথম এর হদিশ মিলেছিল। সেখান থেকে ক্রমে অনেক দেশেই পাড়ি দিয়েছে সে। কতটা সংক্রামক নতুন এই প্রজাতি, টিকা-এর বিরুদ্ধে কতটা কার্যকর, এসব নিয়ে গবেষণা চলছে এখনো।


এই প্রোটিন স্পাইকের ৩০ বার বিয়োজন ঘটেছে। তাই স্বাভাবিকভাবেই উদ্বেগে বিশেষজ্ঞরা।

অনেকেই বলছেন, ডেলটা প্রজাতির থেকেও ভয়ঙ্কর হতে পারে এই ওমিক্রন। এবার প্রশ্ন হলো ওমিক্রনের সংক্রমণ কীভাবে বোঝা যাবে?‌ এর উপসর্গ কী?‌ দক্ষিণ আফ্রিকার চিকিৎসক ডা: অ্যাঞ্জেলিক কোয়েটজির দাবি, এই ভাইরাসের উপসর্গ খুবই মৃদু।
এই কোয়েটজিই গোটা দুনিয়াকে করনোরা নতুন এই প্রজাতি সম্পর্কে প্রথম সতর্ক করেছিলেন। তার কথায়, ‘‌নতুন রূপের দ্বারা সংক্রমিত রোগীদের মধ্যে অপরিচিত উপসর্গের দেখা পেয়েছি।’‌