হাবিবুর রহমান, ঢাকা: ঢাকার রামপুরা এলাকায় সোমবার রাত ১১টার দিকে অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা ৯টি বাসে আগুন দিয়েছেন। এসময় উত্তেজিত জনতা ১০/১২টি যানবাহন ভাংচুর করেছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকেও ঢাকার মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত দুই পাশের সড়ক বন্ধ রেখে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাঁরা বিভিন্ন স্লোগন দিয়ে ঘাতক চালককের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেছে। ঘাতক অনাবিল পরিবহনের বাসের চালককে আটক করেছে পুলিশ। বাসটিও জব্দ করা হয়েছে।
তবে প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই শিক্ষার্থী বাস থেকে রামপুরা বাজার এলাকায় নেমেছিল। বাস থেকে নামার সঙ্গে সঙ্গে অনাবিল পরিবহনের আরেকটি বাস বেপরোয়া গতিতে এসে তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত মাইনুদ্দিন রামপুরা একরামুনেছা স্কুল অ্যান্ড কলেজের এসএসসির পরীক্ষার্থী ছিল।