নিজস্ব সংবাদদাতাঃ এবারে পৌরসভা ভোটে ব্যাকফুটে পড়ল বিজেপি দল। দলের অভ্যন্তরীন কিছু কর্মী জানান, প্রথম ব্যালট পড়ার আগে ভোটে হারতে চলেছে বিজেপি। এএনএম নিউজকে দলের এক অভিজ্ঞ নেতা জানান, " কলকাতা পৌরসভা ভোটে আমরা একটাও সিট পাব না।" এমনিতেও বিজেপির তালিকায় নতুন কোনো চমকপ্রদ মুখ নেই। পুরানো প্রার্থী যারা প্রতিবার ভোটে দাঁড়িয়ে প্রত্যাখিত হয়ে আসছেন তারাই আবারও ভোটে দাঁড়িয়েছেন । রাজনৈতিক পর্যবেক্ষকরা দাবি করছেন দলের নেতা স্থানীয় মানুষেরা তৃণমূলকে হারানোর জন্য কোনো হোমওয়ার্কই করেননি।