পৌরসভা ভোটে ব্যাকফুটে বিজেপি

author-image
Harmeet
New Update
পৌরসভা ভোটে ব্যাকফুটে বিজেপি



নিজস্ব সংবাদদাতাঃ এবারে পৌরসভা ভোটে ব্যাকফুটে পড়ল বিজেপি দল। দলের অভ্যন্তরীন কিছু কর্মী জানান, প্রথম ব্যালট পড়ার আগে ভোটে হারতে চলেছে বিজেপি। এএনএম নিউজকে দলের এক অভিজ্ঞ নেতা জানান, " কলকাতা পৌরসভা ভোটে আমরা একটাও সিট পাব না।" এমনিতেও বিজেপির তালিকায় নতুন কোনো চমকপ্রদ মুখ নেই। পুরানো প্রার্থী যারা প্রতিবার ভোটে দাঁড়িয়ে প্রত্যাখিত হয়ে আসছেন তারাই আবারও ভোটে দাঁড়িয়েছেন । রাজনৈতিক পর্যবেক্ষকরা দাবি করছেন দলের নেতা স্থানীয় মানুষেরা তৃণমূলকে হারানোর জন্য কোনো হোমওয়ার্কই করেননি।