প্রথম রায় শোনার অপেক্ষায় সু চি

author-image
Harmeet
New Update
প্রথম রায় শোনার অপেক্ষায় সু চি

নিজস্ব সংবাদদাতাঃ গত ফেব্রুয়ারি থেকে ১০ মাসে কমপক্ষে এক ডজন মামলা হয়েছে মিয়ানমারের ক্ষমতাচ্যুত রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির বিরুদ্ধে। প্রথমবারের মতো সেসব মামলা থেকে একটি মামলার রায় শোনার অপেক্ষায় দিন গুনছেন সু চি। তার বিরুদ্ধে আনা উসকানির মামলায় রায় হতে পারে মঙ্গলবার।




ফলে দুই দিনের মধ্যেই স্পষ্ট হতে পারে- কী আছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এ নেত্রীর ভাগ্যে। একগুচ্ছ মামলার মধ্যে উসকানির মামলায় প্রথম রায়ে দোষী সাব্যস্ত হলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে সু চির। তার বিরুদ্ধে ঔপনিবেশিক আমলের রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘন, দুর্নীতি, প্রতারণা, করোনাভাইরাস মহামারিকালীন বিধিনিষেধ উপেক্ষা, অবৈধ ওয়াকিটকি আমদানিসহ কমপক্ষে ১২টি মামলা করেছে মিয়ানমার সেনাবাহিনী।