লাগাতার কমছে ব্রেন্ট, তবুও কমছে না পেট্রল

author-image
Harmeet
New Update
লাগাতার কমছে ব্রেন্ট, তবুও কমছে না পেট্রল


নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার থেকে এখনও পর্যন্ত ব্যারেল প্রতি প্রায় ১০ ডলার পড়েছে অশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড) দাম। ফলে দেশের মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে, এ বার কি তবে আরও কিছুটা কমবে পেট্রল-ডিজ়েলের খুচরো দর? তবে এমন ধারণা ঠিক নয়। কারণ, তেলের দৈনিক খুচরো দর বাজার দ্বারা নিয়ন্ত্রিত হলেও তা নির্ধারণ করা হয় বিশ্ব বাজারে আগের ১৫ দিনের গড় দামের ভিত্তিতে। ফলে অশোধিত তেলের দাম টানা কয়েক দিন মাথা নামানো থাকলে, তবেই তার সুফল পেতে পারেন দেশের মানুষ।