নিজস্ব সংবাদদাতাঃ করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে ২০২২ সালের মধ্যেই টিকা তৈরি করার ঘোষণা দিয়েছে মার্কিন সংস্থা মডার্না ইনক।
মডার্নার চিফ মেডিকেল অফিসার পল বার্টন ঘোষণা করেছেন, বর্তমান টিকাগুলো নতুন প্রজাতির এই করোনাভাইরাস মোকাবিলা না করতে পারলে তার উপায় বের করবে মডার্না। পরিস্থিতি যদি জটিল হয় তবে আগামী বছরের শুরুতেই নতুন ধরণের ভ্যাকসিন নিয়ে আসা হবে।