আলাপন মামলায় সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলল কেন্দ্র

author-image
Harmeet
New Update
আলাপন মামলায় সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলল কেন্দ্র

নিজস্ব সংবাদদাতাঃ   সোমবার শীর্ষ আদালতে ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি। বিচারপতি এএম খানউইলকর ও বিচারপতি সিটি রবিকুমারের ডিভিশন বেঞ্চে চলে শুনানি। কেন্দ্রের তরফে প্রশ্ন করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা ও আলাপন বন্দ্যোপাধ্যায়ের তরফে প্রশ্ন করেন আইনজীবী অভিষেক মনু সিংভি।  সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আলাপন বন্দ্যোপাধ্যায়ের মামলা দিল্লির প্রিন্সিপ্যাল বেঞ্চে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ খারিজ করে দেয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র। শীর্ষ আদালতে কলকাতা হাইকোর্টের এক্তিয়ার নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এবার তিনি সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চের সামনে উল্লেখ করেছেন, আলাপন মামলায় হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়েছে, তাতে রাজনৈতিক প্রভাব রয়েছে। এই মমালায় আজ রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট।