নিজস্ব সংবাদদাতাঃ অক্সিজেন প্যানেলের রিপোর্ট ইস্যুতে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে সরব হল বিজেপি। বিজেপির দাবি, 'মিথ্যুক কেজরিওয়ালকে দ্রুত ক্ষমা চাইতে হবে।' সুপ্রিম কোর্ট-এর তরফ থেকে নিযুক্ত করা অডিট টিম জানিয়েছে যে, প্রয়োজনের তুলনায় চার গুণ বেশি অক্সিজেন সরবরাহ হয়েছে দিল্লিতে। শুধু তাই নয়, টিমের তরফ থেকে আরও বলা হয়েছে, দিল্লিতে অক্সিজেনের সরবরাহ নিয়ে অনেক অসঙ্গতি দেখা গিয়েছে। এর ফলে ১২টি রাজ্য যেখানে অক্সিজেনের প্রচুর দরকার সেখানে সরবরাহ ব্যাহত হতে পারে বলেও এক রিপোর্টে উল্লেখ রয়েছে ।