দুই বছর পর শুরু থাইল্যান্ডের 'বাঁদর উৎসব'

author-image
Harmeet
New Update
দুই বছর পর শুরু থাইল্যান্ডের 'বাঁদর উৎসব'

নিজস্ব সংবাদদাতাঃ করোনাভাইরাস সংক্রমণের কারণে দুই বছর বন্ধ থাকার পর থাইল্যান্ডের লপবুরি প্রদেশে আবার শুরু হয়েছে 'বাঁদর উৎসব'। রোববার আয়োজিত বার্ষিক এই উৎসবে স্থানীয়দের সরবরাহ করা প্রায় দুই টন ফল ও সবজি সাবাড় করার জন্য কয়েক হাজার বাঁদর জমা হয়েছে।





স্থানীয় ও পর্যটকরাও উৎসবে বাঁদরের 'বাঁদরামি' দেখার জন্য ভিড় করেছেন উৎসবে।

মধ্য থাইল্যান্ডের লপবুরি প্রদেশে পর্যটন আকর্ষণের জন্য বাঁদরের প্রতি কৃতজ্ঞতায় স্থানীয়রা প্রতি বছরই এই উৎসব পালন করে আসছে। প্রদেশের বিভিন্ন স্থানে বিচিত্র রকমের বিপুল বাঁদরের উপস্থিতির কারণে প্রদেশটিকে 'বাঁদরের প্রদেশ' বলেও ডাকা হয়। করোনাভাইরাস সংক্রমণের কারণে দুই বছর এই উৎসবের আয়োজন বন্ধ ছিলো।



উৎসবের আয়োজক ইংগুথ কিটওয়াটানানুসন্ট বলেন, 'আজকের বিশেষ আয়োজন ডুরিয়ান (বিশেষ এক থাই ফল), যা ব্যয়বহুল। লপবুরির বাঁদররা ব্যয়বহুল জিনিস পছন্দ করে।'ইংগুথ এর আগে আরো ৩০টি বাঁদর উৎসবের আয়োজন করেছিলেন।



এই বছর উৎসবের থিম হুইলচেয়ারের বাঁদর। ইংগুথ পরিকল্পনা করছেন সুবিধাবঞ্চিত এক শ' লোককে তিনি হুইলচেয়ার দেবেন।