দিগবিজয় মাহালি,ঘাটালঃ দ্রুত গতিতে থাকা এক খালি লরি নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা আরেক মাল বোঝাই লরিকে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে সোমবার অর্থাৎ আজ ভরে ঘাটাল পাঁশকুড়া সড়কের খুকুড়দহ স্টেট ব্যাঙ্ক লাগোয়া এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, পাঁশকুড়াগামী এক পাথর বোঝাই লরি যাওয়ার সময় অপর দিক থেকে আসা ঘাটালগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে মালবোঝাই লরিতে ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গে একটি শৌচালয়কে ভেঙে সামনের নয়ানজুলিতে পড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় দুটি লরিরি বেশ কিছু অংশ। দুর্ঘটনার সাথে সাথে খালি লরির খালাসী ও চালক পলাতক। এই ঘটনার জেরে ব্যস্ততম ঘাটাল পাঁশকুড়া সড়কে যান চলাচল কিছুটা স্তব্ধ হলেও পরে দাসপুর থানার পুলিশ এলে তা স্বাভাবিক হয়।