নিজস্ব সংবাদদাতা : সোমবার থেকে শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। প্রথম দিনই কৃষি আইন প্রত্যাহার বিল ২০২১ লোকসভায় পাস করিয়ে রাজ্যসভায় পাঠানো হবে বলে খবর। শুক্রবার রাজ্যসভার সদস্যদের মধ্যে এই বিল সার্কুলেট করা হয়েছিল। মোদি সরকার নানক জয়ন্তীতে যে ঘোষণা করেছিলেন তা বাস্তবায়িত হতে চলেছে।