নিজস্ব সংবাদদাতাঃ সংসদে কোনও বিল পেশ হলে সেই বিলের লক্ষ্য কী, কেন তা আনা হচ্ছে, তা বিলের ‘উদ্দেশ্য ও কারণ’ অংশে ব্যাখ্যা করা থাকে। সোমবার সংসদে মোদী সরকার তিন কৃষি আইন প্রত্যাহারের জন্য যে বিল পেশ করতে চলেছে, তার গোটা অংশে কৃষি আইনের উপকারিতাই বোঝানো রয়েছে। সরকার ফের দাবি করেছে, কৃষকদের উন্নতি, বিশেষ করে ছোট ও প্রান্তিক চাষিদের জন্যই তিন কৃষি আইন আনা হয়েছিল। সরকার চাষিদের বোঝানোর চেষ্টা করেছে। উপকারিতা ব্যাখ্যা করার চেষ্টা করেছে। কিন্তু দেশে স্বাধীনতার ৭৫-তম বর্ষ উদযাপন হচ্ছে। এই সময়ে বৃদ্ধি ও উন্নয়নের পথে সকলকে সঙ্গে নিয়ে চলা প্রয়োজন।