নিজস্ব সংবাদদাতাঃ ২০১৮ সালেই আদালত নির্দেশ দিয়েছিল রবীন্দ্র সরোবরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। রবীন্দ্র সরোবরে কোনওরকম আবর্জনা জমতে দেওয়া যাবে না। অথচ কোথায় কী? আদালতের নির্দেশ অমান্য করে সরোবরেই ফেলা হচ্ছে আবর্জনা। আগুনও জ্বালানো হচ্ছে আবর্জনায়। তারই প্রতিবাদে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে চিঠি দিলেন পরিবেশবিদরা। চিঠি দেওয়া হয়েছে কেএমডিএ-এর সিইও অন্তরা আচার্যকেও।