পরমাণু সমঝোতায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের 'শঙ্কা' বেনেতের

author-image
Harmeet
New Update
পরমাণু সমঝোতায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের 'শঙ্কা' বেনেতের

নিজস্ব সংবাদদাতাঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের সাথে পরমাণু সমঝোতায় বিশ্বশক্তির মধ্যে আলোচনায় দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের 'শঙ্কা' প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত।





রোববার মন্ত্রিসভার বৈঠকে এই শঙ্কা প্রকাশ করেন তিনি।





 

নাফতালি বেনেত বলেন, 'যুক্তরাষ্ট্র বা ইরানের সাথে আলোচনা করা অন্য দেশগুলোকে যে কোনো ভাবেই হোক আমাদের এই বার্তা পৌঁছাতে হবে।'





সোমবার ভিয়েনায় ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধানে ইরানের সাথে ২০১৫ সালে সম্পাদিত পরমাণু চুক্তি পুনরুজ্জীবনের জন্য ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানির নতুন করে আলোচনা শুরুর কথা রয়েছে।