নিজস্ব সংবাদদাতাঃ শীতকালে সর্দি-কাশি তো লেগেই থাকে। তার সঙ্গে রকমারি সংক্রমণের আশঙ্কাও বাড়ে। এ সময়ে শরীর গরম রাখা জরুরি হয়ে পড়ে। তাই এই সময় ভরসা রাখুন করলার রসের উপর। শীতের সকালে নিয়মিত করলার রস পান করলে একাধিক উপকার পাওয়া যাবে। ডায়াবেটিস থেকে শুরু করে হজম শক্তি সবেতেই কার্যকরী এই করলার রস।