নিজস্ব সংবাদদাতা : বিহারে সফলভাবে মদ নিষেধাজ্ঞা আইন কার্যকর করার লক্ষ্যে শপথ গ্রহণের প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এরকম পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধেই কিনা উঠল গাঁজা খাওয়ার অভিযোগ! মারাত্মক অভিযোগটি এনেছেন আরডেজি বিধায়ক রাজবংশী মাহাতো। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা বলেন, বিহারে মদ নিষিদ্ধ করার যে প্রয়াস নিয়েছে সরকার তা সম্পূর্ণ আইয়াশের জন্য। রাজ্যবাসীকে ঠকাচ্ছেন মুখ্যমন্ত্রী। নীতিশ কুমার গাঁজা সেবন করেন যা মদ্যপানের পর্যায়ভুক্ত। রাজ্যে গাঁজা বিক্রি ও সেবন নিষিদ্ধ। তাও কেন গাঁজার নেশা ছাড়ছেন না মুখ্যমন্ত্রী, সে বিষয়েও প্রশ্ন তোলেন রাজবংশী মাহাতো। তাঁর কথায়, বিহারের প্রতিটি গ্রামে মদ পাওয়া যায়।মাফিয়ারা বিহারে গরিব মানুষের মাধ্যমে কাজ করছে এবং রাজ্য পুলিশ শুধুমাত্র দরিদ্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, প্রকৃত মাফিয়াদের বিরুদ্ধে নয়।