নিজস্ব সংবাদদাতাঃ এবার তিব্বতে প্রথম বুলেট ট্রেন চালু করল চিন। জানা গিয়েছে, তিব্বতের লাসা নিংচি সেকশনে ৪৩৫.৫ কিলোমিটার পথে এবার বুলেট ট্রেন আনল চিন। এই প্রজেক্টের উদ্বোধন হতে চলেছে আগামী ১ জুলাই। যেদিন চিনের কমিউনিস্ট পার্টি একশো বছর সম্পূর্ণ করতে চলেছে। সেই উপলক্ষ্যেই এই কর্মকাণ্ড বলে ধারণা বিশিষ্ট মহলের। শুক্রবার তিব্বতে প্রথম ইলেক্ট্রিক চালিত ট্রেনের যাত্রা শুরু হয়। অরুণাচল প্রদেশ লাগোয়া এই এলাকায় তিব্বতে কার্যত ইচ্ছা করেন চিন এই প্রোজেক্টের উদ্বোধন করেছে বলে দাবি বিশিষ্ট মহলের।