দিগবিজয় মাহালি,মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচকে, বালিচক ব্যবসায়ী সমিতিতে জীবন সাথী ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন-এর প্রথম বর্ষের প্রতিষ্ঠা দিবস পালন হল রবিবার সকালে। কেক কেটে প্রথম বর্ষের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় সংস্থার পক্ষ থেকে। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের দিয়ে কেক কাটানো হয় এই দিন। সাধারণত এই সংস্থা সমাজ সেবা মূলক কাজের পাশাপাশি, বিভিন্ন ক্লাবকে রক্তদান শিবির করার অনুপ্রেরণা প্রদান করে। থ্যালাসেমিয়া আক্রান্তদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন তাই এই কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডাঃ হুমায়ুন কবীর, কর্মাধ্যক্ষ প্রদীপ কর, বিবেকানন্দ মুখার্জী, গোবিন্দ সামই, সংগঠনের সভাপতি গৌতম দেব, সম্পাদক কাঁলাচাদ দাস খান সহ ক্লাবের বিভিন্ন সদস্যরা।