স্ক্রিনিংয়ের ওপর জোর দিচ্ছে কর্ণাটক সরকার

author-image
Harmeet
New Update
স্ক্রিনিংয়ের ওপর জোর দিচ্ছে কর্ণাটক সরকার

নিজস্ব সংবাদদাতা : করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমনিক্রমের চোখরাঙানিতে কোভিড মোকাবিলায় আরও কড়া হচ্ছে রাজ্যগুলি। বিদেশ থেকে দেশে ফেরার পর ক্রিনিং প্রক্রিয়া আরও জোরদার করার সিদ্ধান্ত কর্ণাটক সরকারর। সেই সঙ্গে মহারাষ্ট্র ও কেরালা থেকে যদি কেউ সে রাজ্যে প্রবেশ করে তাদের জন্য আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট বাধ্যতা মূলক করা হয়েছে। স্কুল-কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের ওপর জারি করা হয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞা। একই সঙ্গে সরকারি দফতর থেকে সিনেমা হল, হোটেল, চিড়িয়াখানা, সুইমিং পুল, লাইব্রেরিতে কর্মরত ব্যক্তিদের জন্য টিকাকরণের সেকেণ্ড ডোজ বাধ্যতামূলক করেছে বাসভরাজ বোম্মাইয়ের সরকার। মেডিক্যাল ও নার্সিং পড়ুয়াদের জন্য পরীক্ষা জোরদারের আহ্বান জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।