যাত্রীকে নামিয়ে দেওয়ার কারণ জানাল স্পাইসজেট

author-image
Harmeet
New Update
যাত্রীকে নামিয়ে দেওয়ার কারণ জানাল স্পাইসজেট

নিজস্ব সংবাদদাতা : হট্টোগোল করার কারণে বিমান থেকে নামিয়ে দেয়া হয়েছিল যাত্রীকে। ওই যাত্রী বার বার তার আসন ছেড়ে উঠে পড়ছিলেন। তাকে শান্ত করার চেষ্টা করা হলেও নিজের আচরণ পাল্টাননি তিনি। সহযাত্রীরা ত্রুকে বলেছিল তারা বোর্ডে থাকা ওই যাত্রীর সঙ্গে যাত্রা করতে নারাজ। এরপর বিমানটি ফিরে আসে। তারপর হট্টগোল সৃষ্টিকারী যাত্রীকে নামিয়ে দেয়া হয়। তাকে বিমানবন্দরের সিআইএসএফ কর্মীদের হাতে হস্তান্তর করা হয়। রবিবার বিবৃতিতে এমনটাই জানিয়েছে স্পাইসজেট। শুক্রবার ঘটনাটি ঘটে গুয়াহাটি বিমানবন্দরে। বিমানটি ছিল দিল্লিগামী। রানওয়েতে ট্যাক্সিংয়ের সময় গণ্ডগোল করেন যাত্রীটি। তবে অভিযুক্তের বিরুদ্ধে কা পদক্ষেপ করা হবে তা স্পষ্ট নয়।