নিজস্ব সংবাদদাতাঃ ২ বছর সম্পূর্ণ হল মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাড়ি সরকারের। আর এই নিয়ে এবার বক্তব্য রাখলেন এনসিপি নেতা নওয়াব মালিক। তিনি বলেন, 'আমাদের প্রথম কাজ ছিল ২ মাসে ২ লক্ষ টাকা পর্যন্ত কৃষক ঋণ মকুব করা। কোভিডের কারণে ৬৬.৫০ লক্ষেরও বেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। মহারাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারপরও আমরা অন্যান্য রাজ্যের তুলনায় ভাল করেছি, বিছানা বা অক্সিজেনের কোনও অপ্রাপ্যতার অভিযোগ আসেনি। সিওভিআইডি-১৯ এর কারণে যারা মারা গেছে তাদের পরিবার ৫০,০০০ টাকা পাবে।'