আকাশে উড়বে ডিস্কোবার

author-image
Harmeet
New Update
আকাশে উড়বে ডিস্কোবার

নিজস্ব সংবাদদাতাঃ  ভিআইপি যাত্রীদের প্রলুব্ধ করতে একটি ব্যতিক্রমী বিমানসেবা চালু করছে জার্মান এয়ারলাইন্সের একটি অঙ্গ-প্রতিষ্ঠান লুফথানসা টেকনিক। নিরামিষাশী আসনসহ একটি হেলিকপ্টার, একটি সান ডেক এবং গ্যারেজসহ আবাসিক হোটেলও থাকছে ওই বিমানে। হোটেল মালিকের পরিকল্পনা অনুযায়ী ৩৫ হাজার ফুট উপরে ডিস্কো বারে মউজমাস্তি করতে পারবেন যাত্রীরা। গত সপ্তাহে দুবাই এয়ারশোতে উপস্থাপিত হয়েছে এমনই একটি পরিকল্পনা।

বৈশ্বিক মহামারীতে বিমান শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। এ অবস্থায় মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো জলবায়ু সংকট মোকাবিলায় বিমানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচনা সত্ত্বেও ধনীদের জেটবিমান চালানো কিংবা তাতে চড়ে বেড়ানোর আগ্রহে কমতি নেই। আর এ কারণেই সুপারইয়াটের মতো এ ধরনের বিলাসবহুল প্রাইভেট বিমান অফার করতে চায় লুফথানসা টেকনিক। যেকোনো সময় যেকোনো গন্তব্যে পৌঁছে দেবে এ বিমান। যে বিমানটিতে থাকবে বেসক্যাম্পসহ পাঁচতারা হোটেলের যাবতীয় সুবিধা। অবসর যাপনের অত্যাধুনিক পরিকাঠামো দিয়ে সাজানো এই এয়ারশোটি হচ্ছে এ-৩৩০। এতে রয়েছে তিনটি ডাবল বেডরুম, একটি জিম এবং একটি গ্যারেজ। সান ডেক সুবিধা ভোগ করা যাবে বিমানটি মাটিতে নেমে পার্ক করার পর। আটজন যাত্রীর জন্য একটি খাবার টেবিল এবং একটি রান্নাঘর থাকবে যেখান থেকে দুবাইয়ের সেরা রেস্তোরাঁর খাবার পরিবেশন করা হবে। পারফরম্যান্সের জন্য থাকবে ডিজে বোর্ড।