নিজস্ব সংবাদদাতা : পার্লামেন্টের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে সর্বদলীয় বৈঠক হচ্ছে রবিবার। একে একে আসতে শুরু করেছেন বিরোধীরা। এসে পৌঁছেছেন কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে, অধীর আর চৌধুরী এবং আনন্দ শর্মা, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন, ডিএমকে থেকে টিআর বালু এবং টি. শিবা, এনসিপি থেকে শরদ পাওয়ার।