স্বামীর জন্মদিনে ভালোবাসায় ভরিয়ে পোস্ট ভাগ্যশ্রীর

author-image
Harmeet
New Update
স্বামীর জন্মদিনে ভালোবাসায় ভরিয়ে পোস্ট ভাগ্যশ্রীর

নিজস্ব সংবাদদাতাঃ মেইনে পেয়ার কিয়া-র সলমনের সেই মিষ্টি নায়িকা ভাগ্যশ্রীকে মনে আছে? স্বামী হিমালয়ান দাসানির জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানিয়ে সম্প্রতি একটি পোস্ট করেন অভিনেত্রী। শনিবার সকালে ইনস্টাগ্রামে একটি রিল ভিডিয়ো শেয়ার করেন ভাগ্যশ্রী। স্বামীর সঙ্গে একগুচ্ছ ছবি কোলাজ করে রিল ভিডিয়োটি তৈরি করা। ভিডিয়ো শেয়ার করে স্বামী হিমালয়ান দাসানিকে জন্মদিনের আদুরে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ জন্মদিন ভালোবাসা। মুহূর্ত এবং স্মৃতি… সবসময়ই তোমার সঙ্গে বিশেষ’। রিল ভিডিয়োতে গান বাজছে, ‘তু হি ইয়ার মেরা’। কমেন্ট বক্স অভিনেত্রীর অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।