সবথেকে গরিব রাজ্য বিহার, ঝাড়খণ্ড,উত্তরপ্রদেশ! রিপোর্টে চাঞ্চল্য

author-image
Harmeet
New Update
সবথেকে গরিব রাজ্য বিহার, ঝাড়খণ্ড,উত্তরপ্রদেশ! রিপোর্টে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতাঃ সবচেয়ে গরিব রাজ্য বিহার, ঝাড়খণ্ড,উত্তরপ্রদেশ! নীতি আয়োগের রিপোর্ট ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা দেশজুড়ে। রিপোর্ট অনুযায়ী, বিহারের জনসংখ্যা ৫১.৯১ শতাংশই দরিদ্র। ঝাড়খণ্ডে এর পরিমাণ ৪২.১৬ শতাংশ। উত্তরপ্রদেশে ৩৭.৭৯ শতাংশ, মধ্যপ্রদেশে ৩৬.৬৫ শতাংশ এবং মেঘালয়ে ৩২.৬৭ শতাংশ। অন্যদিকে , কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দারিদ্র্য সূচকে ওপরের দিকে রয়েছে দাদরা নগর হাভেলি (২৭.৩৬ শতাংশ), জম্মু ও কাশ্মীর এবং লাদাখ (১২.৫৮ শতাংশ), দমন ও দিউ (৬.৬২ শতাংশ), চণ্ডীগড় (৫.৯৭ শতাংশ)।