নিজস্ব সংবাদদাতাঃ তেলমন্ত্রী হরদীপ সিংহ পুরী যখন বিশ্ব বাজারের অশোধিত তেলকে অর্থনীতির পুনরুজ্জীবনের পথে অন্যতম বাধা বলে দুষছেন, তখন সেই দর হুড়মুড়িয়ে পড়ছে করোনার নতুন স্ট্রেনে সংক্রমণ ছড়ানোর আশঙ্কায়। সম্প্রতি ব্রেন্ট ক্রুডের ব্যারেল প্রায় ১০% পড়ে ৭৩ ডলারের কাছে পৌঁছতেই দেশ জুড়ে প্রশ্ন, এর পরেও কি দেশে পেট্রল-ডিজ়েল সস্তা হবে না?