নিজস্ব সংবাদদাতাঃ আবারও সংঘাতের পথে রাশিয়া ও ইউক্রেন। যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে মস্কো হামলা চালালে পালটা জবাব দেওয়া হবে বলে হুঙ্কার দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি অভিযোগ জানিয়েছেন যে মস্কো কলকাঠি নেড়ে তাঁর সরকারকে উপড়ে ফেলতে চাইছে। ইতিমধ্যে অভ্যুত্থানের ষড়যন্ত্রের পর্দাফাঁস হয়েছে। এই পরিকল্পনায় বেশ কয়েকজন রুশ নাগরিক জড়িত বলেও অভিযোগ করেন জেলেন্সকি। কিয়েভে এক সম্মেলনে জেলেন্সকি বলেন, “সীমান্তবর্তী অঞ্চলে ফৌজের গতিবিধি বাড়িয়ে অত্যন্ত বিপজ্জনক বার্তা দিচ্ছে রাশিয়া। এটা ইঙ্গিত যে আগামী দিনে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।” একইসঙ্গে তিনি স্পষ্ট এবং দৃঢ়ভাবে জানান, মস্কো সৈন্য অভিযান চালালে পালটা দিতে তৈরি ইউক্রেনের ফৌজ। এদিকে, ইউক্রেনের উপর হামলা চললে ফল ভোগ করতে হবে রাশিয়াকে বলে হুমকি দিয়েছেন ন্যাটো সামরিক জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ।