একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে করোনার হানা

author-image
Harmeet
New Update
একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে করোনার হানা

নিজস্ব সংবাদদাতাঃ মেডিকেল কলেজের পর এবার নার্সিং কলেজেও হানা দিল করোনা। বেঙ্গালুরুর একটি নার্সিং কলেজে একইসঙ্গে করোনা আক্রান্ত হলেন ১২ জন পড়ুয়া, এদের মধ্যে ৯ জনেরই সংক্রমণের যাবতীয় উপসর্গ দেখা গিয়েছে। একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারা করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগে রাজ্য় প্রশাসন। শুক্রবারই কর্নাটকের একটি মেডিকেল কলেজে পড়ুয়া ও শিক্ষাকর্মী সহ মোট ১৮২ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। সেই পরিস্থিতি সামাল দিতে না দিতেই নতুন করে একটি নার্সিং কলেজেও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর মিলল। বেঙ্গালুরুর মারাসুরের স্পূর্তি কলেজের নার্সিং পড়ুয়ারা করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। আক্রান্ত ১২ জন পড়ুয়ার মধ্যে ১১ জনই করোনা টিকার দুটি ডোজ় নিয়েছিলেন।