নিজস্ব সংবাদদাতাঃ করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে তৈরি হয়েছে নতুন আশঙ্কা। যার জেরে দক্ষিণ আফ্রিকাকে প্রায় একঘরে করে ফেলেছে একের পর এক দেশ। যে কারণে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আগামী মাসে বিরাট কোহলিদের পূর্ণাঙ্গ সফরে যাওয়ার কথা। তা কি বাতিল হয়ে যেতে পারে? পরিস্থিতির দিকে নজর রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, ভারতীয় এ টিম এখন দক্ষিণ আফ্রিকা সফররত। তা যে কোনও মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে। ভারতীয় এ টিমের প্রথম বেসরকারি টেস্ট শেষ হয়েছে শুক্রবারই। শেষ দিন খারাপ আবহাওয়ার জন্য খেলা হয়নি। ২৯ নভেম্বর দ্বিতীয় টেস্ট। ভারতীয় টিমের ক্রিকেটাররা বায়ো বাবলে আছেন ঠিকই, মাঠে দর্শকও ঢুকতে দেওয়া হচ্ছে না। তাও চাপ কমছে না। বরং রীতিমতো উদ্বেগে রয়েছে সফরকারী ভারতীয় ক্রিকেটাররা।