হরি ঘোষ, আসানসোল : রানীগঞ্জের মঙ্গলপুরে ঘটে গেল দুর্ঘটনা। স্পঞ্জ আয়রন কারখানায় জমা করা ফ্লাই অ্যাশ বা ছাইয়ের নিচে চাপা পড়লো তিনজন। ফ্লাই অ্যাশ স্টোরেজ ট্যাংক বা ছাই ভর্তি চৌবাচ্চাটি ভেঙে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। এই ছাই নিয়ে ফ্লাই অ্যাশ ইট তৈরি হয। ধস কবলিত এলাকায় ভরাট, বা জলা জমি ভরাটের কাজের জন্য অনেকেই স্টোরেজ দেখে নিতে আসেন। ডাম্পিং স্টোরেজটি আচমকাই ভেঙে পড়ে। ওই সময় নিচে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। তাঁরা নিচে চাপা পড়ে যান বলে শ্রমিকদের একাংশের দাবি । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ ও দমকল বাহিনী। উদ্ধার কাজে তাঁরা নেমে পড়েন। শিবনাথ রাম নামের এক কর্মীকে উদ্ধার করা গেলেও বছর ৪২ এর রানীগঞ্জের বল্লভ পুর এলাকার বাসিন্দা তন্ময় ঘোষ, বছর তেতাল্লিশের অন্ডালের হরিশপুরের বাসিন্দা দিলীপ গোপ ও বছর ছত্রিশের বাঁকুড়ার পলাশডাঙ্গার বাসিন্দা শিব শংকর ভট্টাচার্য্য ওই এস সেল এর নিচে চাপা পড়ে আছেন বলে শ্রমিকদের একাংশের দাবি। কারখানার শ্রমিকদের দাবি কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে। পুলিশ ও দমকল বিভাগ এ মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে। একজনকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। ছাইয়ের নিচে এখনও তিনজন চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে।