নিজস্ব সংবাদদাতাঃ গরু পাচারকারী অভিযোগে ১৮ জনকে আটক করল অসম পুলিশ। অসম-বাংলা সীমানার বক্সিরহাট এলাকা থেকে ওই ১৮ জনকে ধরা হয়। গরু পাচার রুখতে শুক্রবার রাতে সীমানায় বিশেষ অভিযান চলে অসম পুলিশের। সেখান থেকেই গ্রেফতার করা হয়। অসমের ধুবরি জেলা-সহ পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বেশ কয়েকটি থানা সংলগ্ন এলাকায় রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া। আর এই কাঁটাতার উপেক্ষা করেই ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের রমরমা কারবার চলে বলে বার বার অভিয়োগ ওঠে। তবে বেশ কয়েক মাস ধরে অসম ও পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের তৎপরতায় পাচারের আগেই উদ্ধার হয়েছে কয়েকশো গরু। আর তাঁদের পাচার করতে গিয়ে হাতেনাতে ধরাও পড়েছে বেশ কয়েকজন।