নিজস্ব সংবাদদাতাঃ করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কবার্তা ছাড়া আপাতত আর কিছুই বলার নেই কেন্দ্রের। দক্ষিণ আফ্রিকায় প্রথম খোঁজ পাওয়া এই ভ্যারিয়েন্ট নিয়ে এখনও বিশেষ কিছু তথ্য জানতে না পারায়, এখনই কিছু বলা সম্ভব নয়, শুক্রবার এমনটাই জানানো হল বিদেশমন্ত্রকের তরফে। ভারতে করোনা সংক্রমণের হার যখন শেষের শুরু হয়েছে, সেই সময়ই ফের সামনে এসেছে করোনার অভিযোজিত নতুন রূপ বি.১.১.৫২৯ ( B.1.1.529)। অতি সংক্রামক এই নতুন ভ্য়ারিয়েন্টটি নাকি করোনা টিকাকেও হার মানাতে সক্ষম, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এরপরই গোটা বিশ্বে নতুন করে করোনা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যাপক পতন হয়েছে শেয়ার বাজারে, কমেছে তেলের দাম। বিশ্ব অর্থনীতিতেও এর ব্যপক প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। গতকালই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই নতুন ভ্য়ারিয়েন্ট নিয়ে জরুরি বৈঠক করা হয়। সেই বৈঠকেই এই ভ্যারিয়েন্টের নাম দেওয়া হয় ওমিক্রন। একইসঙ্গে এটিকে “উদ্বেগের কারণ” হিসাবেও চিহ্নিত করা হয়।