নিজস্ব সংবাদদাতাঃ ১০ মাস ধরে শ্বাসকষ্ট, কাশি আর বুকে ব্যথায় ভুগছিল বছর ১২র রাইহান লস্কর। তার ডান ফুসফুসে আটকে রয়েছে একটি ছোট প্লাস্টিকের বাঁশি। সেই থেকেই এই বিপত্তি। অবশেষে বিরল অস্ত্রোপচারে বিরাট সাফল্যও পেল এসএসকেএম।এসএসকেএম হাসপাতাল সূূত্রে জানা গিয়েছে, রাইহান লস্কর নামের ওই কিশোর বারুইপুরের বাসিন্দা। চিপস খেতে গিয়ে প্যাকেটে যে গিফট পাওয়া যায়, সেই গিফটে ছিল বাঁশি। সেই বাঁশিটি অসাবধনতাবশত গিলে ফেলে রাইহান। তার দিন দুই পর থেকেই এই বিপত্তি। রাইহানের বাবা আজিজুল জানিয়েছেন, কয়েকদিন পর থেকেই ওই কিশোরের বুকে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয় । সঙ্গে সঙ্গে দমকে শুকনো কাশি। ১০ মাস ধরে ওভাবেই বুকে বাঁশি নিয়েই দিন কাটায় রাইহান। লকডাউন পরিস্থিতি কিছুটা মিটলে ফের এসএসকেএমে ছেলেকে নিয়ে আসেন আজিজুল। এসএসকেএমের অটো রাইনো ল্যারিঙ্গোলজি বিভাগে চলে তার অস্ত্রোপচার। ব্রঙ্কোপসি অপারেশনের মাধ্যমে কোনও কাটাছেঁড়া না করেই এন্ডোস্কপি যন্ত্রের মাধ্যমে বাঁশিটি বের করে আনা হয়। চিকিত্সক অরিন্দম দাস জানিয়েছেন, ওই বাঁশিটি একটি ‘ফরেন এলিমেন্ট’ হিসেবে ফুসফুসে গিয়ে প্রবেশ করে। তার জেরেই এই বিপত্তি। শ্বাস নিতে পারছিল না কিশোর। এমনকী, ফুসফুসের কার্যক্ষমতা ক্রমেই কমছিল। এভাবে চলতে থাকলে আরও বড় বিপদ হতে পারত। শুধু তাই নয়, চিকিত্সকদের আরও দাবি, এইভাবে এতদিন ধরে বাঁশি আটকে থাকায় আরও বড় বিপদ হতে পারত। সেই বিপদ থেকে কোন ক্রমে রক্ষা পেল শিশু। পাশাপাশি, অভিভাবকদের এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন চিকিত্সকরা।