নিজস্ব সংবাদদাতাঃ বিভিন্ন দেশই ভারতে ব্যবহৃত করোনা টিকাকে স্বীকৃতি দিতে রাজি হয়নি। সব থেকে বেশি সমস্যায় পড়েছিলেন কোভ্যাকসিন গ্রহণকারীরা । যারা কোভিশিল্ড নিয়েছিলেন তারাও সমস্যার সম্মুখীন হয়েছিলেন। সবথেকে বেশি সমস্যা পড়েছিলেন ছাত্রছাত্রীরা যাঁরা বিদেশে পড়াশুনা করতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এদিন সকালেই বিদেশমন্ত্রক জানিয়েছে, ১৫টি দেশ, ভারতের করোনা টিকার শংসাপত্রকে স্বীকৃতি দিয়েছেন।
বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী টুইট করে জানান, “কোভিড ১৯ টিকাকরণ শংসাপত্রের পারস্পরিক স্বীকৃতি অব্যাহত। আরও ১৫টি দেশ এই শংসাপত্রকে স্বীকৃতি দিয়েছে।” বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের টিকাকরণ শংসাপত্রের পারস্পরিক স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, বেলারুশ, এস্তোনিয়া, জর্জিয়া, হাঙ্গেরি, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, লেবানন, মরিশাস, মঙ্গোলিয়া, নেপাল, নিকারাগুয়া, প্যালেস্টাইন, ফিলিপাইন, সান মারিনো, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তুরস্ক এবং ইউক্রেন।