নিজস্ব সংবাদদাতাঃ পুরভোটের প্রার্থীতালিকা নিয়ে আজ তৃণমূলের বৈঠক। কালীঘাটে বিকেল ৪টেয় বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এবার তৃণমূলের প্রার্থী তালিকায় ভারসাম্য বজায় রাখা হচ্ছে। তরুণ প্রজন্ম ও মহিলাদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি থাকছেন প্রবীণরাও। প্রার্থী তালিকা থেকে বেশ কয়েকজন বিধায়কের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। প্রার্থী তালিকায় থাকতে পারেন দলের প্রবীণ নেতাদের পরবর্তী প্রজন্ম। এক ব্যক্তি এক পদ নীতি কঠোরভাবে মেনে চলা হবে বলে তৃণমূল সূত্রে খবর।