নিজস্ব সংবাদদাতাঃ এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার বাঘের দর্শন। গতকাল শেষ বিকেলে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি রেঞ্জের পিরখালি ৫ নম্বর জঙ্গলে দোবাঁকি খালের কাছে রয়্যাল বেঙ্গলের দেখা পান পর্যটকরা। লোকজনের আনাগোনা টের পেতেই নদী পেরিয়ে লম্বা দৌড়ে জঙ্গলে ফিরে যায় বাঘ। সেই ছবি ক্যামেরাবন্দি হয়। সুন্দরবনে এসে রয়্যাল বেঙ্গলের দেখা পেয়ে খুশি পর্যটকরা।