নিজস্ব সংবাদদাতা : এক বছর পূরণ করল কৃষক আন্দোলন। কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দবিতে দিল্লি-গাজিয়াবাদ সীমান্ত সহ দেশের বিভিন্ন প্রান্তে ধর্নায় বসেন কৃষকরা। ঝড়-জল-রোদ উপেক্ষা করে চলে বিক্ষোভ অবস্থান। কৃষকদের লড়াইকে সম্মান জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, "অধিকার পেতে কীভাবে ধৈর্যের সঙ্গে লড়াই করতে হয় তা শিখিয়েছেন কৃষকরা। আন্দোলন চলাকালীন সময় অনেক চক্রান্ত অনেক ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে কৃষকদের। স্যালুট জানাই কৃষক ভাইদের উৎসাহ - উদ্দীপনা ও আত্মত্যাগকে।"