১০০ বছরের বৃদ্ধার মৃত্যু, ব্যান্ড বাজিয়ে শেষকৃত্য সম্পন্ন করল পরিবার

author-image
Harmeet
New Update
১০০ বছরের বৃদ্ধার মৃত্যু, ব্যান্ড বাজিয়ে শেষকৃত্য সম্পন্ন করল পরিবার

দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ ঘটনাটি ঘটেছে দাসপুর-২ ব্লকের জ্যোতঘনশ্যাম গ্রাম পঞ্চায়েত এলাকার কবীরচক গ্রামে, সূত্র মারফত জানা গিয়েছে বৃহস্পতিবার ওই গ্রামের বাসিন্দা তুলসী মন্ডল নামের এক বৃদ্ধা-১০০ বছর সম্পন্ন করে পরলোক গমন করেছেন। আর এতেই ব্যতিক্রমী চিত্র ঘটল দাসপুরের ওই এলাকায়। চোখের জলের বদলে ব্যান্ড বাজিয়ে শেষকৃত্য সম্পন্ন করল পরিবার।জানা গেছে প্রায় ১২ বছর আগে মারা যান তুলসী দেবীর স্বামী। বর্তমানে চার মেয়ে ও তিন ছেলে সহ ডজন খানেক নাতি পুতি। সব মিলিয়ে ঠাকুমা ২৫ শে নভেম্বর মারা যাওয়ার পর পরিবারের সদস্যরা সাথে পাড়া-প্রতিবেশীরাও বাদ্য-বাজনা সহকারে দাহ করে ওনাকে। পরিবার সূত্রে জানা গেছে ঠাকুমা মারা যাবার পূর্বে তাঁর নাতিদের বলে যায় আমার মৃত্যুতে যেন চোখের জল না ফেলে তাই তাঁর কথামতো বাদ্য-বাজনা সহকারে তাঁকে দাহ করা হয়।