রেকর্ড পতন সেনসেক্সে

author-image
Harmeet
New Update
রেকর্ড পতন সেনসেক্সে

নিজস্ব সংবাদদাতাঃ  বৃহস্পতিবারে লক্ষ্মীলাভের মুখ দেখলেও শুক্রবার দিনের শুরুতে ফের নিম্নমুখী শেয়ার বাজার । এদিন সেনসেক্স  প্রায় ১০০০ পয়েন্ট কমেছে। অন্যদিকে, নিফটি  ১৭ হাজার ৩০০ পয়েন্ট নিয়ে খুলেছে। কোটাক ব্যাঙ্ক  এবং এইচডিএফসি ব্যাঙ্কের  পয়েন্ট কমেছে। বিএসই সেনসেক্স এক হাজার পয়েন্ট কমে ৫৭ হাজার ৭৫৬-তে নেমে গিয়েছে। 
 বিএসই মিডক্যাপ সূচক ১.৫ শতাংশের বেশি নীচে নেমে গেছে। ১৮০০টি স্টক নেমে গিয়েছে। যদিও ওষুধ ও ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার শেয়ার বেড়েছে অনেকটাই। ডঃ রেড্ডি'স ল্যাবস এবং সান ফার্মা - সেনসেক্সে বেশি লেনদেন করছে। মারুতি সুজুকি কোটাক ব্যাঙ্ক, এইচডিএফসি, এবং বাজাজ ফিনসার্ভ শেয়ার কমেছে।