স্থানীয়দের বিক্ষোভের জেরে পার্ক উদ্বোধন বাতিল

author-image
Harmeet
New Update
স্থানীয়দের বিক্ষোভের জেরে পার্ক উদ্বোধন বাতিল

দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ এমন ঘটনায় চরম উত্তেজনার পরিস্থিতি দেখা দেয় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের ক্ষীরপাই পৌরসভার ৬ নং ওয়ার্ড গঙ্গাদাসপুরে।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যেতে হয় ক্ষীরপাই ফাঁড়ির পুলিশকে। জানাযায়,ক্ষীরপাই পৌরসভার ৬ নং ওয়ার্ড গঙ্গাদাসপুরে প্রায় ৭৬ লক্ষ টাকা ব্যয়ে গ্রীন সিটি প্রকল্পে ক্ষীরপাই পৌরসভার উদ্যোগে গড়ে তোলা হচ্ছিল পার্ক।২০১৭ সালে এই পার্ক তৈরির কাজ শুরু হয়,কিন্তু ৪ বছর পরও সেই পার্কের কাজ এখনও অসম্পুর্ন। নেই শৌচালয়,পানীয় জলের ব্যবস্থা,এছাড়াও মাঠের ধারে পার্কে যাতায়াতের জন্য রাস্তাও বেহাল। এমন পরিস্থিতিতে পৌরসভা তড়িঘড়ি পার্ক উদ্বোধনের সমস্ত রকম আয়োজন করে ফেলে। পার্কের উদ্বোধন করতে আসার কথা ছিল মহকুমাশাসক,বিডিও থেকে শুরু করে আরও একাধিক বিশিষ্টজনের। গ্রামে পার্ক উদ্বোধন হবে সে খবরে আশপাশের বহু মানুষও ভিড় জমায়।পার্ক উদ্বোধনের কাজ শুরু হতেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পৌরসভার প্রশাসক বীরেশ্বর পাহাড়ি সহ পৌরসভার অন্যান্য আধিকারিকরা।লাঠিসোঁটা নিয়ে কয়েকজন গ্রামবাসী উদ্বোধনের জন্য রাখা ফিতে ছিঁড়ে ফেলে এবং আয়োজকদের দিকে তেড়ে যায়,শুরু হয় তুমুল বচসা।অবশেষে পৌরসভা রীতিমতো মাইকে ঘোষণা করতে হয় বাধ্য হয় পার্ক উদ্বোধন বন্ধ রাখার।গ্রামবাসীদের অভিযোগ,দীর্ঘদিন ধরে পার্কের কাজ চলছে কিন্তু এখনও পরিকাঠামোর কাজ সম্পুর্ন হয়নি।আর পৌরসভা তড়িঘড়ি তা উদ্বোধন করে দিচ্ছে স্থানীয় কারও সাথে আলোচনা না করেই।অসম্পুর্ন এই পার্ক উদ্বোধন হলে পার্কে ছোট ছোট ছেলে মেয়েরা বিপদে পড়বে।তাই তাঁরা আজ উদ্বোধন বন্ধ করে দেয়।"মাঝ রাস্তা থেকে ফিরতে হয় মহকুমাশাসক থেকে অন্যান্য অতিথিদের।ক্ষীরপাই পৌরসভার বর্তমান পৌর প্রশাসক বীরেশ্বর পাহাড়ি তিনি এলাকার কিছু মানুষের চক্রান্তের জন্য এই ঘটনা ঘটেছে বলে জানান।তবে পার্কের কাজ সম্পুর্ন হলে পুনরায় উদ্বোধন করা হবে বলে জানা যায়।আর এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে ক্ষীরপাই পৌরসভা।