নিজস্ব সংবাদদাতাঃ কলকাতায় পুরভোটের বিজ্ঞপ্তি জারি হয়েছে বৃহস্পতিবারই। এবার রাজনৈতিক দলগুলির প্রার্থী ঘোষণার পালা। সূত্রের খবর, শুক্রবারই রাজ্যের শাসকদল তৃণমূল তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করবে। অন্যদিকে এদিনই প্রার্থী তালিকা প্রকাশ করবে বামফ্রন্টও। কলকাতা জেলা বামফ্রন্ট প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে এই তালিকা প্রকাশ করবে। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোট। সূত্রের খবর, বামেদের প্রার্থী ভাগাভাগির ক্ষেত্রে সিপিএমের হাতে থাকতে পারে ৮০ থেকে ৮৫টি ওয়ার্ড। এরপরই ফরওয়ার্ড ব্লকের নাম রয়েছে। ১০ থেকে ১২টি ওয়ার্ডে প্রার্থী দিতে পারে ফরওয়ার্ড। সিপিআই ৮ থেকে ১১টি ওয়ার্ডে তাঁদের সংগঠনের মুখকে তুলে ধরতে পারে। আরএসপি দিতে পারে ৯ থেকে ১১টি জায়গায়। শুক্রবার সবকটি ওয়ার্ডের প্রার্থীর নাম ঘোষণা করবে না বামেরা। এদিন ১২০টির মতো ওয়ার্ডে প্রার্থীর নাম জানাবে তাঁরা।