ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ

author-image
Harmeet
New Update
ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে বেসরকারি সংস্থার দুই কর্মীকে কাজে যোগদানের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ দেখালেন বাকি কর্মীরা। দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত বিক্ষোভ দেখান সংস্থার কর্মীরা। বিক্ষোভের জেরে এদিন  হাসপাতালের বিভিন্ন পরিষেবা ব্যহত হয়। হাসপাতালে বেসরকারি সংস্থার কর্মীদের পাশে দাঁড়াতে হাসপাতালে পৌঁছায় ঝাড়গ্রাম জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মহাশীর্ষ মাহাতো । বেসরকারি সংস্থার কর্মীরা তাঁদের সমস্যার কথা জানান মহাশীর্ষ মাহাতোকে । সংস্থার কর্মীরা বলেন, বনলতা মাহাতো ও অভিজিত দে নামে দুজনকে পাঁচ মাস ধরে কাজে যোগ দিতে দিচ্ছেনা বেসরকারি সংস্থাটি । ফলে হাসপাতালে যেমন কর্মীর অভাব হচ্ছে ঠিক তেমনি ওই দুই কর্মীর সংসার চালানোর দায় হয়ে উঠেছে । তাই তাঁদের পুনরায় কাজে যোগ দিতে দেওয়া হোক । শ্রমিক সংগঠনের সভাপতি মহাশীর্ষ মাহাতো তাঁদের আশ্বাস দেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে এবং ১৫ দিনের মধ্যে এই সমস্যার সুরাহা করবে । মহাশীর্ষ মাহাতো বলেন, আমি বিষয়টি দেখছি । আপনারা সকলে পুনরায় কাজে যোগ দিন । হাসপাতালে রোগীদের যেভাবে আপনারা সহযোগিতা করেন সেই ভাবে সহযোগিতা করুন। মহাশীর্ষ মাহাতোর আশ্বাসে বিক্ষোভ তুলে বেসরকারি সংস্থার কর্মীরা পুনরায় কাজে যোগ দেয় ।