দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ কৃষক আন্দোলনের চাপে নতি স্বীকার করেছে কেন্দ্রের মোদী সরকার! বিতর্কিত কৃষি বিল প্রত্যাহার করার ঘোষণা করা হয়েছে। প্রথম থেকেই এই কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। স্বভাবতই তাঁরা খুশি মোদীজির নতিস্বীকারে! তবে, এই মুহূর্তে মোদী সরকারের প্রধান বিরোধী হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই, 'কৃষি বিল' ইস্যুকে কাজে লাগিয়ে নিজেদের জমি আরও শক্তপোক্ত করতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। এ রাজ্যেও আসন্ন পৌরসভা নির্বাচনের আগে তাই কৃষকদের সঙ্গে নিয়ে নানা কর্মসূচি পালন করে চলেছে তৃণমূল কংগ্রেস! বৃহস্পতিবার মেদিনীপুর শহরে যেমন নজর কাড়ল ১০০-র বেশি ট্রাক্টর নিয়ে মহামিছিল। মিছিলের উদ্দেশ্য, কৃষকদের কুর্নিশ জানানো এবং কৃষি বিল প্রত্যাহারের আইনি প্রক্রিয়া শুরু করার দাবি তুলে ধরা। এর সঙ্গে, শতাধিক কৃষকের মৃত্যু বা 'হত্যা'র তদন্ত করার দাবি তো আছেই! সবমিলিয়ে বৃহস্পতিবার বিকেলে শতাধিক ট্রাক্টর নিয়ে এক নজরকাড়া মিছিল করল মেদিনীপুর সদর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। একশোর বেশি ট্রাক্টর নিয়ে মেদিনীপুর সদরের জামতলা থেকে কেরানীচটি অবধি প্রায় ১৫ কিলোমিটার রাস্তা মিছিল করল তৃণমূল। উপস্থিত ছিলেন, খড়্গপুর গ্রামীণের বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান দীনেন রায়, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরা, রাজ্য সম্পাদক প্রদ্যোৎ ঘোষ প্রমুখরা।