ফের স্বাস্থ্য ব্যবস্থায় অরাজকতা

author-image
Harmeet
New Update
ফের স্বাস্থ্য ব্যবস্থায় অরাজকতা

মানালি দত্ত, বহরমপুরঃ ফের স্বাস্থ্য ব্যবস্থায় অরাজকতার অভিযোগ। বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ রোগীর পরিজনদের। অভিযোগ, চিকিৎসা করানোর জন্য বহরমপুরের ওই বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি করানোর পর অত্যধিক বেশি টাকা বিল করা হচ্ছে। পরিজনদের দাবি, স্বাস্থ্যসাথী কার্ড থাকার পরেও মেলেনি সুরাহা। বাইরে থেকে টেস্ট করানোর পরেও মাত্র কয়েকদিনে কারোর বিল হয়েছে ৫০ হাজার টাকা, কারোর বিল এক লক্ষ টাকা ছাড়িয়েছে। বাধ্য হয়ে অনেকে রোগীকে ওই নার্সিংহোম থেকে অন্যত্র নিয়ে চলে যান। তারপরেই পরিজনেরা ক্ষোভে ফেটে পড়েন। মুখ্যমন্ত্রী যেখানে বারবার স্বাস্থ্য পরিষেবা নিয়ে নার্সিংহোমগুলিকে সতর্ক করছেন, সেখানে কীভাবে এতো টাকা বিল করে নার্সিংহোম, এই প্রশ্ন তুলে ক্ষোভ দেখাতে শুরু করেন পরিজনেরা। যদিও ওই নার্সিংহোমের ম্যানেজার জানান, স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় আমরা এখনো আসিনি। তবে বেশি টাকা নেওয়ার অভিযোগ ঠিক নয়। কখনও কখনও রোগীদের ছাড়তে দেরি হয়ে যায়। তা নিয়ে ক্ষোভ তৈরি হয়।