নিজস্ব সংবাদদাতাঃ এবার আফগানিস্তান ইস্যুতে ভারতের দ্বারস্থ পাকিস্তান । আনুষ্ঠানিকভাবে ভারতকে পাকিস্তান জানিয়েছে, আফগান নাগরিকদের কথা ভেবে, ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতকে ৫০ হাজার টন গম এবং জীবনদায়ী ওষুধ পাঠানোর অনুমতি দিতে প্রস্তুত । এই অনুমতি দিলে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন হবে, এমনটাই জানিয়েছে পাকিস্তান। অনেকদিন আগেই, মানবতার খাতিরে আফগান নাগরিকদের এই দুর্দশার দিনে তাদেরকে গম, ওষুধ সহ প্রয়োজনীয় দ্রব্যাদি পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছিল ভারত। কিন্তু পাকিস্তানের ভূপথ দিয়ে সেই সমস্ত ত্রাণ সামগ্রী আফগানিস্তানে পৌঁছে দেওয়ার অনুমতি দেয়নি পাকিস্তান।