কালোবাজারি রুখতে স্মারকলিপি প্রদান

author-image
Harmeet
New Update
কালোবাজারি রুখতে স্মারকলিপি প্রদান

দেবাশিস বিশ্বাস, কোচবিহার : রাসায়নিক সারের কালোবাজারি বন্ধের দাবি নিয়ে কোচবিহার জেলা কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস স্মারকলিপি প্রদান করল মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তার কাছে। জানা যায়, কোচবিহার জেলা জুড়ে কিছু অসাধু রাসায়নিক সার ব্যাবসায়ীরা কালোবাজারি করে সারের কৃত্রিম অভাব তৈরি করার চেষ্টা করছে। এমতাবস্থায় সারের চড়া দাম হওয়ায় কৃষকরা রবি শষ্য করতে হিমসিম খাচ্ছে।
 তারজন্য আজকে সংগঠনের পক্ষ থেকে রাসায়নিক সারের কালোবাজারি এবং সারের স্টকের বিষয়টি সরেজমিনে তদন্ত করার জন্য স্মারকলিপি দেওয়া হল বলে জানিয়ে দিলেন কোচবিহার জেলা কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অমল রায়।
সার নিয়ে বিভিন্ন সমস্যা, রিটেল সারের দোকানে পিওএস মেশিনে দফতর স্টক খালি করছে, এটা ঠিক আছে কিন্তু আসল প্রবলেম হল হোলসেলারদের আইডি চেক করা, সেটা হচ্ছে না। মেইন সমস্যা হল হোলসেল এবং ডিস্ট্রিবিউটররা সার স্টক রাখছে, ফলে ক্রাইসিস হচ্ছে সারের এবং তখন কালোবাজারি হচ্ছে। দোকানে দোকানে সারের মূল্য তালিকা টাঙানো থাকতে হবে, যখন সারের রেক আসতো তখন ডিলার/ রিটেলাররা এসএমএস পেত এখন তা পাচ্ছে না। কোচবিহারের বরাদ্দ সার অন্য জেলায় যাচ্ছে।