নিজস্ব সংবাদদাতাঃ স্বাস্থ্যের অবনতি খালেদা জিয়ার। বিএনপি চেয়ারপারসনের শারীরিক জটিলতা বাড়ছে বলেই সূত্রের খবর। আগের সমস্যাগুলো তো ছিলই। সেই সঙ্গে চিকিৎসকদের নতুন করে ভাবাচ্ছে খালেদার শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণের বিষয়টি। করা হয়েছে, আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা। অন্যদিকে, বিএনপি নেত্রীর চিকিৎসা যাতে বিদেশে নিয়ে গিয়ে হয়, সে জন্য উত্তাল সমর্থকদের একাংশ। জানা গিয়েছে, সেখানকার ডাক্তাররা জানিয়ে দিয়েছেন, সঠিক ও উন্নত চিকিৎসা করাতে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে গেলে ভাল। জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে BNP। খালেদা জিয়াকে নিয়ে কোনওরকম গুজবে কান না দেওয়ার অনুরোধ করা হয়েছে পার্টির তরফে।