কিম রাজার আপন দেশে আইনকানুন সর্বনেশে

author-image
Harmeet
New Update
কিম রাজার আপন দেশে আইনকানুন সর্বনেশে

নিজস্ব সংবাদদাতাঃ কিম রাজার আপন দেশে আইনকানুন সর্বনেশে। উত্তর কোরিয়া গোটা বিশ্বের কাছেই এক বিস্ময়ের দেশ। কিম জং উনের রাজত্বে সেখানে বারংবার উদ্ভট দেশ শাসনের প্রমাণ মিলেছে। সম্প্রতি তেমনই এক ঘটনা সামনে এল। নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্কুইড গেম’-এর বেআইনি কপি বিক্রি করার অপরাধে গুলি করে মারার সাজা দেওয়া হয়েছে অভিযুক্তকে। কপিটি যে পড়ুয়া কিনেছিল তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাইরেসি নিয়ে কড়াকড়ি সব দেশেই রয়েছে। কিন্তু অন্য বহু বিষয়ের মতোই এখানেও উত্তর কোরিয়া যেন চরম শাস্তিদান করে এবিষয়ে ছাপিয়ে গেল সবাইকে।