জেলার তালিকায় ৯ নম্বরে কেশপুর গ্রামীণ হাসপাতাল!

author-image
Harmeet
New Update
জেলার তালিকায় ৯ নম্বরে কেশপুর গ্রামীণ হাসপাতাল!

নিজস্ব প্রতিনিধি, কেশপুরঃ মূল্যায়ন হয়েছে রাজ্যের ৩১৫টি হাসপাতালের (মহকুমা, সুপার স্পেশালিটি, গ্রামীণ হাসপাতাল)। বেরিয়েছে মার্কশিট। সে মূল্যায়নে পশ্চিম মেদিনীপুর জেলার কিছু হাসপাতালের ‘বিশ্রী’ চেহারা সামনে এসেছে। প্রথম দশে রয়েছে জেলার একটি হাসপাতাল। প্রথম একশোয় ওই একটি ছাড়া জেলার আর কোনও হাসপাতাল নেই! প্রথম দু’শোর মধ্যেও রয়েছে মাত্র তিনটি হাসপাতাল। এই মূল্যায়ন ‘সুশ্রী’ (কায়াকল্প) প্রকল্পের। ‘সুশ্রী’তে তো সার্বিকভাবে জেলার ফলাফল ভাল নয়? সদুত্তর এড়িয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবনচন্দ্র হাঁসদা বলেন, ‘‘জেলার মধ্যে প্রথম হয়েছে ঘাটালের বিদ্যাসাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র।" রয়েছে কেষ্টপুর গ্রামীণ হাসপাতালের নাম ও জেলার কিছু হাসপাতাল এই সব শর্তপূরণ করেছে। নির্ধারিত মানে পৌঁছেছে। কী মানদণ্ড? জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এ ক্ষেত্রে ৬টি মানদণ্ড রয়েছে। যেমন পরিকাঠামোগত মান ভালো হতে হবে।