দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ে করোনা আক্রান্ত দুই অধ্যাপক। অসুস্থ আরও এক। তালা পড়ল কেমিস্ট্রি ও সাংস্কৃতিক বিভাগে।
স্যানিটাজিং ডে ঘোষনা করে কলেজ ছুটি রেখে পুরো কলেজ স্যানিটাইজ করা হোল। আপাতত এই দুই বিভাগে অনলাইন ক্লাস শুরু হবে বলে জানান কলেজের প্রিন্সিপাল।কয়েকদিন আগে কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডঃ প্রসূন কুমার পাল ও সাংস্কৃতিক বিভাগের অধ্যাপক ভবশংকর মুখার্জি তাদের অসুস্থতার কথা ফোনে কলেজের প্রিন্সিপালকে জানান। তারপর তারা করোনা টেস্ট করাতে রিপোর্ট পজিটিভ আসে। উপসর্গ নিয়ে অসুস্থ আরও এক। এনারা প্রত্যেকেই বর্তমানে হোম আইসোলেশনে আছেন। ইতিমধ্যে এই খবর ছড়িয়ে পড়তেই কলেজ চত্ত্বরে আতঙ্ক শুরু হয়েছে। গতকাল পুরো কলেজ স্যানিটাইজার ডে ঘোষনা করে কলেজ ছুটি রেখে পুরো কলেজ চত্ত্বর স্যানিটাইজ করা হয়। বন্ধ করে দেওয়া হয় কেমিস্ট্রি ও সাংস্কৃতিক কক্ষ। এই দুই বিভাগে অনলাইন ক্লাস চালুর ঘোষনা করেছেন কলেজের প্রিন্সিপাল। বৃহস্পতিবার থেকে আবার সমস্ত কিছু নিয়ম মেনে কলেজ শুরু করা হচ্ছে। কলেজের এক অধ্যাপক জানান প্রিন্সিপাল স্যারের নির্দেশে আমরা সমস্ত বিষয় গুরুত্ব সহকারে দেখছি। কোনো রকম অসুবিধা হবে না।